নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গঙ্গাসাগর মেলা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হলেও রায় দান আপাতত স্থগিত রাখল আদালত। এর আগের শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল-এর কাছে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য কি কি ব্যবস্থা নিয়েছে তা জানাতে নির্দেশ দেয় পাশাপাশি মেলা বন্ধ হবে কি না সে বিষয়েও আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর , মেলার সব আয়োজন খতিয়ে দেখতে কোনও স্বাধীন সংস্থাকে নিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারে আদালত।
রাজ্যে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে এ বছর গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। বৃহস্পতিবারের শুনানিতে রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘পুণ্যার্থীদের জন্য অনলাইনে ই-স্নান ও ই-দর্শন করানোর ব্যবস্থা করা হয়েছে। মানা হচ্ছে সব কোভিড বিধি। কলকাতা থেকে সাগর পর্যন্ত সকলের টিকাকাকরণ হয়ে গিয়েছে। ২ কিমি এলাকা জুড়ে মেলা।“ এবার ৫ লক্ষের বেশি হবে না পূণ্যার্থী সমাগম হবে না বলেও জানান এজি। এ ছাড়াও পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, মাস্ক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ আলাপন মামলায় কলকাতা হাইকোর্টের রায় খারিজ, শুনানি হবে দিল্লিতেই জানালো সুপ্রিম কোর্ট
মামলাকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে প্রশ্ন তোলেন যে সরকার কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত ঘোষণা করেছে শুধুমাত্র ৪ জন কোভিড পজিটিভ হওয়ার কারণে, রাজ্যে একদিনে সংক্রমণ বেড়েছে ৫৫ শতাংশ। ৪ জন আক্রান্ত হওয়ার জন্য যদি চলচ্চিত্র উৎসব বন্ধ করা যায় তাহলে গঙ্গাসাগর মেলা বন্ধে আপত্তি কোথায়।
আরও পড়ুনঃ অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত এনপিআর নবীকরণের জন্য সেন্সাসের প্রথম ধাপের কাজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584