জট কাটল, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

0
92

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

অবশেষে জট কাটল। স্থগিতাদেশ তুলে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কোনও বিলম্ব না করেই নিয়োগ শুরুর নির্দেশ দিলেন বিচারপতি। আজ, শুক্রবার ছিল সেই মামলার শুনানি।বৃহস্পতিবার নতুন করে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই নিয়োগ শুরু করতে বলল আদালত। তালিকা প্রকাশের পর আর কোনও আবেদন শোনা হবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি।

Calcutta Highcourt
নিজস্ব চিত্র

তবে যেহেতু পাঁচ বছর নষ্ট হয়েছে, তাই বয়সের ক্ষেত্রে পাঁচ বছর মকুব করার কথা বলেন বিচারপতি। উচ্চ আদালতের এই সিদ্ধান্তে খুশি রাজ্য সরকার থেকে চাকরিপ্রার্থী-সকলেই। তবে অভিযোগকারীদেরও গুরুত্ব দিয়েছে হাই কোর্ট। অভিযোগগুলির নিষ্পত্তির দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের উপরেই দেওয়া হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের তা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ হোমের আবাসিকদের টিকাকরণে কড়া নির্দেশ হাইকোর্টের

২০১৬ সালের এসএসসি-তে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাই কোর্টের মামলা দায়ের করেন পরীক্ষার্থীরা। সেই মামলার শুনানিতে আদালত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে স্পষ্ট নির্দেশ দেয়, ইন্টারভিউ তালিকা নতুন করে প্রকাশ করতে হবে। সেই তালিকায় যেন পরীক্ষার্থীদের নম্বর-সহ নাম থাকে। যাঁরা ইন্টারভিউয়ের যোগ্যতা অর্জন করেননি, তাঁদেরও নম্বর জনাতে হবে। সাতদিনের মধ্যে তা প্রকাশিত হলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।

আরও পড়ুনঃ আন্দোলন তুলে নিয়ে আলোচনায় আসুন কৃষকরা আইন বাতিলের প্রশ্ন নেইঃ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

এরপর বৃহস্পতিবার আদালতের নির্দেশ মেনেই ওই তালিকায় নামের সঙ্গে দেওয়া হয়েছে নম্বর। যাঁরা তালিকায় জায়গা পাননি,  তাঁদের নাম, নম্বরও প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিচারপতির সামনে সেই তালিকা তুলে ধরা হয়। মামলাকারীর পক্ষের আইনজীবী নতুন তালিকায় কিছু অসচ্ছতা আছে বলে অভিযোগ করেন। কিন্তু তা মানতে নারাজ বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here