নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ছাত্রনেতা আনিস খান খুনের মামলায় আপাতত ‘সিট’ -এর ওপরেই আস্থা রাখলো আদালত। আনিসের পরিবারের তরফে আগাগোড়াই সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল। তাঁদের অভিযোগ ছিল পুলিশের পোশাক পরা ৪ জন আনিসকে তিনতলার ছাদ থেকে ফেলে খুন করে। আনিস হত্যাকান্ড নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী কৌস্তুভ বাগচী। স্বতঃপ্রণোদিত হয়ে সে মামলা গ্রহণ করে আদালত। বিচারপতি রাজশেখর মান্থার তিনদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার।
বৃহস্পতিবার মামলার শুনানিতে রাজ্য সরকার গঠিত ‘সিট’-এর তদন্তে আস্থা রেখে আদালত নির্দেশ দেয় আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার তবে দেহ কবর থেকে তোলা, ময়নাতদন্ত দুইই করতে হবে জেলা জজের তত্বাবধানে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করারও নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ সিবিআই তদন্তের দাবিতে সরব আনিস খুনের ঘটনায় গ্রেফতার হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী
এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে তদন্তের স্বার্থে আনিসের মোবাইল ফোনটি জেলা জজের মাধ্যমে সিটের হাতে তুলে দিতে হবে। আদালত জানিয়েছে, ঐ ফোন পাঠানো হবে হায়দরাবাদে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে এবং তা থেকে তথ্য সংগ্রহ করা হবে। মোবাইল পরীক্ষার সময় উপস্থিত থাকতে হবে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টারের এক জন প্রতিনিধিকে। জেলা জজের পর্যবেক্ষণে মোবাইলের তথ্য বন্ধ খামে আদালতে জমা দিতে হবে। পাশাপাশি, ‘সিট’-কে এই মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও পড়ুনঃ হিজাব বিতর্কের মাঝে বেঙ্গালুরুর কলেজে ক্লাসে প্রবেশের আগে পাগড়ী খোলার নির্দেশ কর্তৃপক্ষের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584