মালদায় পুরসভা ভোটে ছাপ্পার অভিযোগের মামলায় রাখতে হবে সিসিটিভি ফুটেজঃ হাইকোর্ট

0
56

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাজ্যের পুরভোটে একচ্ছত্র জয় এসেছে ঘাসফুল শিবিরে। তবে পুরসভায় ভুয়ো ভোট অর্থাৎ ছাপ্পা দেওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে আদালতে। মালদহেও ছাপ্পা ভোটের অভিযোগে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই। সোমবার সেই মামলার শুনানিতে কাঁথির মতোই এক্ষেত্রেও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২১ মার্চ।

নিজস্ব চিত্র

সোমবার কাঁথির মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। মামলার আবেদনকারী সৌমেন্দু অধিকারীর তরফে আবেদন জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে। কোনও স্বাধীন তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সেই ফুটেজ দেখাতে হবে। বিজেপির দাবি, পুরভোটের দিন কাঁথি পুরসভায় ৯৭ টি সিসি ক্যামেরার মধ্যে ৯১ টি ভাঙা হয়েছে। এই মামলার ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি হবে ১১ মার্চ। ঐ দিন রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ প্যালেস্তাইনে ভারতীয় দূতাবাসের ভিতরেই মৃত্যু রামাল্লার ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্য-র

মালদার ইংলিশবাজার পুরসভার ক্ষেত্রেও ভোট লুট এবং ছাপ্পা ভোটের অভিযোগে হয়েছে মামলা। এই মামলাতেও বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চ সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশই দিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here