নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি মামলায় আপাতত তদন্ত শুরু করতে পারছে না সিবিআই। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যে রায় দিয়েছিল, তাতে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।
আজ, বুধবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানায় এই বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই তিন সপ্তাহের জন্য সিঙ্গল বেঞ্চের নির্দেশ স্থগিত থাকবে। সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল কমিশন ও পর্ষদকে সমস্ত নথি সিবিআই-এর হাতে তুলে দিতে। ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে সমস্ত তথ্য মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিতে হবে।
ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণে আপত্তি জানান মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, তদন্ত স্থগিত করে দিলে তথ্যপ্রমাণ সরিয়ে দেওয়া হতে পারে। এর আগে নারদ মামলায় সে ঘটনা দেখা গিয়েছে। তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধেই।
আরও পড়ুনঃ কৃষক আন্দোলনকে খলিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনা কঙ্গনার, মুম্বাইতে এফআইআর অভিনেত্রীর বিরুদ্ধে
তাঁর আর্জি শোনার পরে বিচারপতিরা নির্দেশ দেন, সিবিআইকে যে তথ্য কমিশন ও পর্ষদের দেওয়ার কথা ছিল, সেই তথ্য তারা আদালতে জমা দেবে। মুখবন্ধ খামে হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা দিতে ওই তথ্য। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী সোমবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584