নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ফের বড়সড় ধাক্কা রাজ্যের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ শূন্যপদে শিক্ষক নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
অভিযোগ, ইন্টারভিউয়ের তালিকা নিয়ম মেনে করা হয়নি। ন্যূনতম কত নম্বরে ইন্টারভিউয়ে ডাক পাওয়া যাবে তার কোনও উল্লেখই করা হয়নি। এই বিষয়ে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, আপাতত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ স্থগিত রাখা হল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে স্থগিতাদেশ। পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার অর্থাৎ ২ জুলাই।
উল্লেখ্য, গত ২১ শে জুন মুখ্যমন্ত্রী জানান, “পুজোর আগে আপার প্রাইমারিতে নেওয়া হবে ১৪ হাজার শিক্ষক এবং প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক। এছাড়া পুজোর পর মার্চের মধ্যে নিয়োগ করা হবে আরও সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষককে। মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য সরকার।” এরপরই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়। এসএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১০ শতাংশ পার্শ্বশিক্ষক কোটা বাদে মোট ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদে নিয়োগ হবে।
আরও পড়ুনঃ শিক্ষকদের দেওয়া হোক সরকারি কর্মচারীর স্বীকৃতি, বিকাশ ভবনে চিঠি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে
অভিযোগ, সেই তালিকায় কোনো নম্বরের উল্লেখ করা হয়নি। এমনকি যারা পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে তাদের নামই নেই ওই তালিকায় অথচ কম নম্বর পেয়েছে এমন প্রার্থীর নাম রয়েছে ওই তালিকায়। তালিকার এই অনিয়মের ওপর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় দুই চাকরিপ্রার্থী মৌমিতা মিত্র ও শেখ জামালউদ্দিন, দায়ের হয় মামলা। আর এই মামলার ভিত্তিতেই শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ।
আরও পড়ুনঃ করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
তাদের দাবি, পূর্বের তালিকা বাতিল করে প্রাপ্ত নম্বর উল্লেখ করে নতুন তালিকা প্রকাশ করুক এসএসসি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584