কার্যনির্বাহী ডিজি মনোজ মালব্যকে সশরীরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের

0
64

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র অবসর গ্রহণ করার পরে কার্যনির্বাহী ডিজি পদে নিযুক্ত হয়েছেন মনোজ মালব্য। দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় তাঁকে তলব করলো কলকাতা হাইকোর্ট। আগামী ২১ সেপ্টেম্বর তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।

Manoj Malviya
মনোজ মালব্য। ছবি: সংগৃহীত

জানা গিয়েছে, দুটি ভুয়ো চিটফান্ড সংস্থার মামলায় সংস্থার প্রতিনিধিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু ওই দুই সংস্থার প্রতিনিধিদের কাউকেই হাজির করানো হয়নি আদালতে। এমনকি উপস্থিত ছিলেন না সরকারি আইনজীবীও। এর পরেই ডিজি কে সশরীরে আগামী ২১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিট’কে সাহায্যে আরও ১০ আইপিএসকে নিযুক্ত করল রাজ্য

আদালতের এই নির্দেশ প্রসঙ্গে অন্য পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, এমনটা জানা গিয়েছে সূত্র মারফত। সরকারি কৌঁসুলি সম্ভবত আদালতে পাল্টা আবেদন করতে চলেছেন যাতে ডিজিকে আদালতে হাজিরা দেওয়ার থেকে রেহাই দেওয়া হয়।

আরও পড়ুনঃ হাইকোর্টের সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

পরিবর্তে অন্য কেউ আদালতে হাজিরা দিয়ে যাতে বিষয়টি আদালতের সামনে তুলে ধরতে পারেন এমন নির্দেশের জন্যই আবেদন করবেন রাজ্যের আইনজীবী, জানা গিয়েছে এমনটাই। তবে সে আবেদন গ্রাহ্য না হওয়া পর্যন্ত আগামী ২১ সেপ্টেম্বর ডিজি কে হাজিরা দিতে হবে এই নির্দেশই বহাল থাকছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here