অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা পরবর্তী পর্যায়ে কলকাতা ময়দানে ফিরেছে ক্রিকেট। শুক্রবার থেকে শুরু হচ্ছে কলকাতা হকি লীগ। ১৩ দলের এই প্রতিযোগিতায় প্রায় দু’দশক পর অংশ নেবে ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পুলিশ এসি।
ইস্টবেঙ্গল, পুলিশ এসি-র পাশাপাশি সিইএসসি স্পোর্টস ক্লাব, পঞ্জাব স্পোর্টস ক্লাব, কাস্টমস, কলকাতা আদিবাসী ক্লাব, পশ্চিমবঙ্গ পুলিশ, পোর্ট ট্রাস্ট, বিএনআর, এন্টালি, হাওড়া ইউনিয়ন, বিশালাক্ষী স্পোর্টস অ্যাসোসিয়েশন ও ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাব। শুক্রবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন হকি বেঙ্গলের কর্তারা। ছিলেন বেঙ্গল হকির সভাপতি স্বপন বন্দোপাধ্যায় ও সচিব ইস্তেয়াক আহমেদ।
আরও পড়ুনঃ নতুন রূপে সেজে উঠছে পুড়ে যাওয়া প্রাচীন উয়াড়ী ক্লাব
তিনি বলেন, ‘‘শুধু ইস্টবেঙ্গল নয়, আমরা চাই ময়দানের আরও দুই বড় ক্লাব মোহনবাগান, মহমেডানও এগিয়ে আসুক। ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে। কৃত্রিম ঘাসের স্টেডিয়াম তৈরি হলে ওরা খেলতে রাজি। ইতিমধ্যেই সেই স্টেডিয়াম তৈরির কাজ শুরুও হয়ে গেছে। তাই আশা করব এই বছর না হলেও আগামী বছর তারা এই লিগে খেলবে।” একই সঙ্গে শোনা গেল বেটন কাপ পিছিয়ে এই বছরের শেষে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584