নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতির মধ্যেই রোগী ভর্তি নেওয়া বন্ধ করল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। কর্তৃপক্ষ জানিয়েছে, যতজন কোভিড রোগী ভর্তি রয়েছেন সেইমতোই মজুত রয়েছে অক্সিজেন। তাই তারা বাধ্য হয়েই বন্ধ করল রোগী ভর্তি নেওয়া।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই বেডের সমস্যা, অক্সিজেনের অভাবে নাজেহাল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। মহারাষ্ট্র, কর্নাটকের মতই বাংলাতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। রাজ্যে গত ২৪ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮হাজার ৪৩১ জন। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১১৭।
আরও পড়ুনঃ পিএম কিষান নিধির সুবিধা চেয়ে মোদীকে চিঠি মমতার
এমন পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার ন্যাশনাল কলেজের মত হাসপাতাল করোনা রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দেওয়ায় দুশ্চিন্তার ভাঁজ আমজনতার কপালে। যদিও খুব তাড়াতাড়ি আবার রোগী ভর্তি নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584