মোহনা বিশ্বাস, কলকাতাঃ
দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এগিয়ে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ‘ন্যশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২১’-এর ক্রমতালিকা ঘোষণা করেন। এই তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে বাংলার দুটি বিশ্ববিদ্যালয়। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় যাদবপুরকে পিছনে ফেলে চতুর্থ স্থানে এগিয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে অষ্টম স্থানে।
গতবছর এই র্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল ১০ নম্বরে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল ১১ নম্বরে। এদিন দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অষ্টম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক র্যাঙ্কিংয়ে কলকাতার আগে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তালিকায় ৬৪ নম্বরে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবার ৮৫ তম স্থানে উঠে এসেছে।
আরও পড়ুনঃ আইসিএসই ও আইএসসি-র প্রথম সেমেস্টারের দিন ঘোষণা করল সিআইএসসিই
এদিন কলেজের যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, তাতে চতুর্থ স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পঞ্চম স্থানে রয়েছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584