মোহনা বিশ্বাস, কলকাতাঃ
আজ, মঙ্গলবার প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের চূড়ান্ত ফলাফল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর এবার স্নাতকস্তরেও প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছেন বলে জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিন বিকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে স্নাতক স্তরের পরীক্ষার ফল। রোল নম্বর দিয়ে বিকেল তিনটে থেকে www.wbresults.nic.in এবং www.exametc.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিকাল অর্থাৎ, বুধবার থেকেই মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা।
এবছর অনলাইনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ লক্ষ পরীক্ষার্থীর স্নাতকস্তরের পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। বিএ, বিএসসি, বিকম, জেনারেল ও মেজরের ষষ্ঠ সেমেস্টারের এই পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রীই পাশ করেছেন। যাঁরা ১+১+১ পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন তাঁদেরও চূড়ান্ত পরীক্ষার ফলপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ উপাচার্য ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী, বন্ধ করে দেওয়া হল ভর্তি প্রক্রিয়া
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এবার অনলাইনেই হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। জুলাই মাসের শেষে স্নাতক স্তরের ষষ্ঠ তথা ফাইনাল সেমেস্টারের পরীক্ষায় বসে ছিলেন প্রায় এক লক্ষ পরীক্ষার্থী। সেই পরীক্ষার এক মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার! সুপ্রিম কোর্টে একসাথে শপথ নিলেন নবনিযুক্ত ৯ জন বিচারপতি
৩১ অগাস্টের মধ্যে স্নাতকের ফল প্রকাশ করার নির্দেশ ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের। সেইমত এদিন সমস্ত ফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এদিন স্নাতকোত্তরের ৬৮টি বিভাগেরও ফল প্রকাশ সম্পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এবার মেজর সাবজেক্টে পাশের হার প্রায় ১০০ শতাংশ। বুধবার দুপুর থেকে মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই দেওয়া হবে মার্কশিট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584