নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সাফল্য এল দীর্ঘ আন্দোলনে, ছাত্রদের দাবি মেনে নিয়ে সব ধরণের টিউশন ফি মকুব করার সিদ্ধান্ত ঘোষণা করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। মার্কশিট তোলা থেকে শুরু করে সেমেস্টার ফি কিছুই দিতে হবে না ছাত্রছাত্রীদের। আজ শুক্রবার, এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। জানানো হয়েছে যে অতিমারির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে রাজ্য সরকারের তরফেও দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত রকম ফি মকুব করার সিদ্ধান্ত জানানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও সব ফি মকুব করতে হবে এই দাবিতে দীর্ঘ আন্দোলন করছিলেন ছাত্রছাত্রীরা। আজ শেষ পর্যন্ত জয়ী হল ছাত্র আন্দোলন, ছাত্রদের দাবি মেনে নিতে বাধ্য হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমবে? কার্যকারিতা নিয়ে নজরদারি কেন্দ্রের
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584