বিজেপিকে পরাস্ত করতে ‘ডেম’ এর ডাক বীরভূমে

0
98

পিয়ালী দাস, বীরভূমঃ

শুক্রবার বীরভূমের সিউড়ি জেলাশাসক কার্যালয়ে তপশিলি জাতি জনজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘু যৌথ মঞ্চের ডাকে এক স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। ২৭ দফা দাবি নিয়ে জেলাশাসক কে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জিগ্নেশ মেভানি , তিনি কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন।

নিজস্ব চিত্র

জিগ্নেশ মেভানি বলেন “কেন্দ্রে বিজেপি শাসিত এক ফ্যাসিস্ট সরকার চলছে। যেখানে গরু রক্ষার নামে সংখ্যালঘুদের পিটিয়ে মারা হচ্ছে সারাদেশে আদিবাসী এবং দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে। অন্যায় ভাবে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থান হবে। অর্থাৎ সাড়ে চার বছরে ৯ কোটি বেকারের কাজ হওয়া উচিত। ৯ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে কিনা সন্দেহ। তিনি সব সময় বলেন না খাবো না খেতে দেবো। কিন্তু এখন তার সেই উক্তি ভুল প্রমাণিত হয়েছে। তিনি অন্যায় হবে আম্বানি ভাইদের রাফারেল যুদ্ধবিমান চুক্তিতে শামিল করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। যেখানে একশো -র বেশি ওই যুদ্ধ বিমান কেনার কথা ছিল সেখানে মাত্র ৩৬ টি কেনা হচ্ছে। তা ও কয়েক গুণ বেশি দাম দিয়ে। নোট বাতিল এবং জিএসটি মতো ভুল সিদ্ধান্ত সারা দেশের মানুষ এখনো ভুগছে। দেশের অর্থনীতির হাল বেহাল করে ছেড়েছেন। পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়ে গিয়েছে। সাধারণ মানুষের এখন বেহাল দশা। আগামী লোকসভা ভোটের আগে পর্যন্ত আমি এই বাংলায় নিয়মিত আসবো এবং এখান থেকেই সংঘ কালচারের বিজেপি সরকারকে উৎখাত করবো। বাংলার সমস্ত মানুষকে একজোট হয়ে কেন্দ্রে যে ফ্যাসিস্ট সরকার চলছে তা যাতে পুনরায় আসতে না পারে সেই কাজ করতে হবে”।জিগ্নেশ,ডেম অর্থাৎ দলিত আদিবাসী এবং মাইনোরিটি সম্প্রদায় কে একজোট হওয়ার ডাক দিলেন।

আরও পড়ুনঃ জঙ্গলমহলকে অশান্ত করার অভিযোগ শুভেন্দুর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here