নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে দেশ তথা বিশ্ব। ঘরবন্দি দেশবাসী। অচল জীবন। লকডাউনে অসহায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক থেকে দিনমজুর। সর্বত্র হাহাকার।
ঐক্যবদ্ধ হয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করার প্রতীক হিসেবে দেশবাসীকে বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতি, টর্চ, মোবাইলের টর্চ, প্রদীপ জ্বালানোর আহ্বান রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আহ্বানের পক্ষে বিপক্ষে সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তার আঁচ মিলবে।
কিন্তু এ কী! মোমবাতি, দিয়া জ্বালানোর নামে এ কী প্রহসন! আতসবাজি ফাটল, ফানুস উড়ল, শব্দবাজি ফাটল রীতিমতো দীপাবলির আমেজ! করোনা রোগ? নাকি উৎসব?
কলকাতা থেকে জেলা দেদার ফাটল শব্দবাজি। ভাবা যায়! কোথায় আছি আমরা? মৃত্যুমিছিলেও চোখে জল আসে না আমাদের। আগামী পরিস্থিতি কী হতে পারে তা নিয়ে মাথাব্যথা নেই আমাদের।
জীবনপাত করে চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা লড়ছেন মহামারির প্রকোপে অসুস্থদের চিকিৎসায়। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীপাবলির উন্মাদনা যা পাশবিক ছাড়া আর কি বা বলা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584