আর একটু ভালো নম্বরের পেলে ভাল লাগত,মত ক্যামেলিয়ার

0
106

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Camalier wants more percentage in madhyamik
ক্যামেলিয়া রায়।নিজস্ব চিত্র

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের তৃতীয় স্থানে রায়গঞ্জ গার্লস স্কুলের ছাত্রী ক্যামেলিয়া রায়। তার প্রাপ্ত নম্বর ৬৮৯।

মাধ্যমিকে এই সাফল্যের পর ক্যামেলিয়া তার প্রতিক্রিয়ায় জানান,খুব ভালো লাগছে এই ফল করে।এই ধরনের ফল আশা করেছিলাম তবে আরেকটু ভালো নম্বর পেলে আরো ভালো লাগত।

ভবিষ্যতে গবেষক হওয়ার ইচ্ছে ক্যামেলিয়ার।সে বলে, তার এই সাফল্যের পিছনে তার বাবা মায়ের অবদান যেমন রয়েছে তেমনই ইস্কুলে শিক্ষিকাদের ভূমিকাও যথেষ্ট।

ক্যামেলিয়া আরও বলে, নির্দিষ্ট কোন পড়াশোনার টাইম ছিলোনা যখনই ইচ্ছা করত এবং ভালো লাগতো পড়ার তখনই সে বই নিয়ে বসে পড়তো পড়াশোনা করতে। পড়াশোনার পাশাপাশি সময় পেলে ক্রিকেট খেলা দেখতে দেখা তার হবি।

আগামী দিনের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে ক্যামেলিয়ার প্রস্তাব,
কোন চাপ নিয়ে পড়াশোনা নয়,একদম ভালোবেসে পড়াশোনা করলেই সাফল্যের মূল জায়গায় পৌঁছানো যায় শুধু নোট পড়লেই হবে না নিজে থেকে কিছু ক্রিয়েট করে কিছু টেক্সট ও পড়তে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here