নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ডঃ ইউসুফ হামিদ, ভারতীয় বংশোদ্ভূত পোলিশ বিজ্ঞানী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তিনি সিপলা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ‘Generous benefaction’ সম্মানে ভূষিত করা হয়। আগামী ২০৫০ সাল পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ তাঁর নামাঙ্কিত থাকবে।
হামিদ স্কলার্স প্রোগ্রাম নামে নতুন স্কলারশিপ চালু করা হলো, রসায়ন বিভাগে। সারা বিশ্ব থেকে রসায়নের গবেষকরা এই হামিদ স্কলার্স প্রোগ্রামের জন্য আবেদন জানাতে পারবেন। যেসব নবীন গবেষক রসায়নের বেশ কিছু জটিল বিষয় নিয়ে গবেষণা করতে চান, যেমন সিনথেটিক অর্গ্যানিক কেমিস্ট্রি তাঁরা স্বচ্ছন্দে এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন।
আরও পড়ুনঃ ত্রিশ সালের মধ্যে চরম দারিদ্র্যের মুখোমুখি দু’শো মিলিয়ন দাবি সমীক্ষায়
এছাড়া ডক্টরাল প্রোগ্রামে গবেষণা করছেন এমন যোগ্য প্রার্থীরা স্কলারশিপের জন্য বিবেচিত হবেন। এখন থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নাম হলো ‘ইউসুফ হামিদ ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি’।
২০১৮ সালে ডঃ ইউসুফ হামিদকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান, ‘world’s oldest academic chair’ প্রদান করা হয়, এখন থেকে যার নাম, ইউসুফ হামিদ চেয়ার ১৭০২।
আরও পড়ুনঃ মারাদোনার নামে হবে নাপোলির স্টেডিয়াম
ড: হামিদ ২০০৪ সালে ক্রাইস্ট কলেজের ফেলোশিপ অর্জন করেন। ২০০৫ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে। রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি ডঃ ইউসুফ হামিদকে সাম্মানিক ফেলোশিপ প্রদান করে। ২০১৪ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট উপাধি দেয় তাঁকে। ডঃ ইউসুফ হামিদ রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন ২০১৯ সালে। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমিরও ফেলো ডঃ হামিদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584