সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ
ফটোগ্রাফির শখ এবং ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তারই পরিচয় পাওয়া গেল কর্ণাটকের এক ফটোগ্রাফার দম্পতির কাছ থেকে৷
কর্ণাটকের বেলগাঁও জেলার শ্রাস্ত্রী নগরের এক ফটোগ্রাফার দম্পতি ডিএসএলআর ক্যামেরার আদলে তাঁদের সাধের বসত বাড়িটি তৈরি করেন ৷ নাম দেন ক্লিক। রবি এবং ক্রুপা হোঙ্গলের এই তিনতলা স্বপ্নের বাড়িটির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷
Karnataka: A photographer couple, Krupa Hongal&Ravi Hongal, has built a camera-shaped house in Belgaum. Krupa (pic3) says,"It's a dream come true. We also named our 3 children-Canon,Nikon&Epson." Ravi (pic4) says,"We borrowed money for it&also sold our previous house."(14.07.20) pic.twitter.com/8Mkh1JOUk1
— ANI (@ANI) July 14, 2020
আরও পড়ুনঃ ‘মুহাম্মদ:দ্য মেসেঞ্জার অফ গড’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করার আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর
শুধু তাই নয় এই দম্পতির তিন পুত্রর নামও ক্যামেরার নামেই করা হয়েছে, ক্যানন, এপসন এবং নিকন৷ এর থেকে একটা বিষয়ে অবগত হওয়া যায় যে শিল্পের প্রতি কতটা ভালোলাগা থাকলে তবে এই ধরণের কাজে নিজেদের নিয়োজিত করা যায়৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584