সুদীপ পাল,বর্ধমানঃ
গতকাল ভোট হয়ে গেছে গলসি ব্লকে।কিন্তু শেষ হচ্ছে না প্রচার।কেন? তার কারণ গলসি এই নাম নিয়েই রয়েছে দুটি ব্লক।একটি গলসি ১ ব্লক এবং অন্যটি গলসি ২ ব্লক। গলসি ১ গলসি বিধানসভার মধ্যে পড়লেও অন্যটি অর্থাৎ গলসি ২ ব্লকের সাতটি পঞ্চায়েত খন্ডঘোষ বিধানসভার মধ্যে অবস্থিত।
খন্ডঘোষ বিধানসভার মধ্যে পড়ার জন্য তা বিষ্ণুপুর লোকসভার আওতায় পড়ে।বিষ্ণুপুর লোকসভা আসনের ভোট ১২ মে তাই এই পঞ্চায়েতগুলির ভোট একই দিনে।বিষ্ণুপুর লোকসভা আসনে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা।
বিজেপির প্রার্থী তৃণমূল ত্যাগী সৌমিত্র খান এবং সিপিএমের প্রার্থী সুনীল খান।
আরও পড়ুনঃ বাংলার মাটি দিয়ে প্রস্তুত মিষ্টি খেতে উদগ্রীব মোদী
ভুড়ি, সাঁকো,সাটিনন্দী, গোহগ্রাম, আদ্রাহাটি,খানো এই সাতটি পঞ্চায়েতের ভোটের জন্য ভোটারদের অপেক্ষা করতে হবে আর কয়েকটি দিন।যদিও বিষয়টি নিয়ে মজা উপভোগ করছেন গলসির বাসিন্দারা।একই ব্লকের বাসিন্দা হলেই দুই আলাদা লোকসভা আসনের ভোটার তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584