রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

আজ প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের চার বারের বিদায়ী সাংসদ এবং কংগ্রেস মনোনীত প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

জেলার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে আসে।

যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে আরও চারজন নমিনেশন ফাইল করতে যেতে পারবেন সেই কারণে যে সমস্ত কর্মীরা আজ অধীর চৌধুরীর সঙ্গে পায়ে পা মিলিয়েছিলেন নমিনেশন জমা করতে তারা সকলে কালেক্টরেট অফিসের মোড়ে অপেক্ষা করেন।

অধীর চৌধুরী মনোনয়ন জমা দিয়ে না আসা পর্যন্ত। সকলের মধ্যে উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল
অধীর রঞ্জন চৌধুরী আজ প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিলেন এবং ১০ নং লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসাবে জেলা শাসকের ড.পি.উলগানাথনের হাতে মনোনয়ন জমা দেন।

এরপর জেলা প্রশাসনিক ভবনের বিভিন্ন দফতর গুলিতে যান এবং’ আমি বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী’ এই বলে প্রচার করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584