বিজেপি প্রার্থীর সমর্থনে হেলমেট বিহীন বাইক র‍্যালি নিয়ে কটাক্ষ বিরোধীদের

0
47

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Party change joined to bjp at bakkhali
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে সব প্রার্থীর প্রচারে এখন তৎপর।এবার সুন্দরবনে হুড খোলা গাড়িতে করে প্রচার সারলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামা প্রসাদ হালদার।কাকদ্বীপ শশ্মান কালী মাতার মন্দিরে পূজা দিয়ে প্রচারে নামেন বিজেপি প্রার্থী।

Party change joined to bjp at bakkhali
নিজস্ব চিত্র

হুড খোলা গাড়িতে করে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে শতাধিক হেলমেট বিহীন বাইক নিয়ে প্রচারে নামেন বিজেপি প্রার্থী শ্যামা প্রসাদ হালদার।প্রচার শেষ হয় বকখালির বাসস্ট্যান্ডে।এদিন হেলমেট বিহীন বাইক মিছিল নিয়ে সোচ্চার হন তৃনমূল সর্মথকেরা।

Party change joined to bjp at bakkhali
নিজস্ব চিত্র

এদিন বকখালির সমুদ্র সৈকতের মন্দিরে পূজা দিয়ে প্রায় দেড়শ জন সিপিএম কংগ্রেস তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ; বিজেপির দলীয় পতাকা তুলে দেন দক্ষিন ২৪ পরগনার পশ্চিম ভাগের জেলা সভাপতি অভিজিৎ দাস ববি।যোগদান করা কর্মীরা বলেন অকথ্য অত্যাচার দূর্নীতির কারনে তাদের এই দলত্যাগ।

আরও পড়ুনঃ সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে ৬০

Party change joined to bjp at bakkhali
নিজস্ব চিত্র

এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি সুফল ঘাঁটু,জেলা পর্যবেক্ষক হরিকৃষ্ণ দত্ত সহ অন্যান্যরা।লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াই কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পাবে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here