মন্তেশ্বরে প্রচারে এসে ফের তৃণমূলকে তোপ মুকুলের

0
47

শ্যামল রায়,পূর্ব বর্ধমানঃ

Campaign of bjp candidate at manteswar
নিজস্ব চিত্র

শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওআলিয়ার সমর্থনে মন্তেশ্বর বিধানসভা এলাকায় মন্তেশ্বরে এক পদযাত্রায় সামিল হয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়।
পদযাত্রায় অংশ গ্রহণ করে মুকুল রায় জানান, বাংলায় আদৌ লোকতন্ত্র থাকবে কিনা? সারা ভারতবর্ষ জুড়ে নির্বাচন হচ্ছে সেখানে কোন অঘটন ঘটছে না মানুষ খুন হচ্ছে না ভোটাররা শান্তিতে ভোট দিচ্ছে একমাত্র বাংলাতেই মানুষ খুন হচ্ছে ভোটাররা আতঙ্কের মধ্যে দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন যে, “বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করে বিরোধীদের মিথ্যা মামলা দিয়ে ভয় দেখিয়ে জোর করে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখল করেছে তাই শাসক দল এখন আরও আতঙ্কের মধ্যে রয়েছে,লোকসভা নির্বাচনে যদি সঠিকভাবে ভোটাররা ভোট প্রয়োগ করে তাহলে তাদের ঝুলিতে কটা ভোট পড়বে এই নিয়ে ভুগছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Campaign of bjp candidate at manteswar
প্রার্থীকে সাথে নিয়ে পদযাত্রায় মুকুল রায় । নিজস্ব চিত্র

বিজেপি আতঙ্কে ভুগছে তৃণমূলের নেতা নেত্রীরা।প্রকৃত অর্থে তৃণমূলের কাছে মানুষ আর ভরসা করতে পারছে না।তাই ভোটাররা ক্রমশ তৃণমূলের থেকে সরে যাচ্ছে আমাদের শক্তি যত বাড়ছে ততই শাসক দল আমাদের কর্মীদের বাড়ি বাড়ি কর্মীদের উপর হামলা চালাচ্ছে।তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিতে ভোটারদের ভোট প্রয়োগের বিষয়টি নির্বাচন কমিশন যতটা অগ্রাধিকার ভিত্তিতে করতে চাইছে ততই শাসক দল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিরোধিতা করতে শুরু করেছে।তৃণমূল সন্ত্রাসের মধ্যে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তাই প্রশ্ন আদৌ এই বাংলাতে লোকতন্ত্র থাকবে কিনা গণতন্ত্র থাকবে কিনা মানুষের প্রকৃত অধিকার থাকবে কিনা!”
এদিন মুকুল রায় মন্তেশ্বর থেকে বিশাল পদযাত্রা সহকারে বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রচারে করেন।উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতারাও।

আরও পড়ুনঃ বাংলায় শাসন নেই চলছে সিন্ডিকের রাজ বললেন বিপ্লব দেব

তিনি আশা প্রকাশ করেছেন যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ভোটে জিতবে এবং বাংলা সোনার বাংলায় পরিণত হবে।এদিন গ্রাম-গঞ্জ থেকে প্রচুর কর্মী সমর্থক এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বলে দাবি বিজেপি নেতাদের।বর্ধমানে গেরুয়া শিবির কতখানি সুবিধা করতে পারে সেটা সময়ই বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here