নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের শাসকদল তথা তৃণমূল মিথ্যা ছাড়া সত্য বলতে জানে না এমনকি তারা গণতন্ত্রও কি জানেনা তারা শুধুই পরিবারতন্ত্র জানে।বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে এক নির্বাচনী প্রচারে উপস্থিত হয়ে এমনটাই দাবী করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর।
তিনি আরও জানান,“তৃণমূলের এই ধোকা আর মানুষ সহ্য করবে না।এবার দিন এসেছে বদল ঘটার।মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে।”সামনেই আসন্ন লোকসভা নির্বাচন।নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে তত জেলাজুড়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ।আর এই উত্তাপে পিছিয়ে নেই কোনো রাজনৈতিক দলই।বুধবার সকাল থেকেই নির্বাচনী প্রচারের ঝড় তুললেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা নদীয়ার নবদ্বীপের বাসিন্দা সিদ্ধার্থ নস্কর।
তিনি এদিন সকালে প্রথমে মহিষাদলের ঐতিহ্যবাহী গুন্ডিচাবাটিতে পুজো দেন এবং এরপর হুডখোলা টোটোতে করে স্থানীয় এলাকায় প্রচার করেন।এদিন সিদ্ধার্থবাবুকে স্বাগত জানাতে ফুল ও শঙ্খধ্বনিতে ভরে ওঠে সমগ্র গুন্ডিচাবাটি প্রাঙ্গণ।এদিনের সিদ্ধার্থবাবুর প্রচারে পা মেলান এলাকার প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী তার জয়ের পর গৃহীত কর্মসূচি উল্লেখ করে বলেন,“শ্মশান হয়ে যাওয়া হলদিয়া ও কোলাঘাটকে পুনর্জীবিত করা এবং বেকার যুবক যুবতীদের সঠিক কর্ম সংস্থান করে দেওয়া সহ রাস্তা,পানীয় জল ও আরও বহু উন্নয়নমূলক কাজ করার কথা মাথায় রয়েছে।”বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তমলুক লোকসভার প্রার্থী নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় তীব্র জল্পনা।বিরোধী দলের কেউ কেউ মনে করেন বিজেপি নিজের জেলা থেকে প্রার্থী না পাওয়ায় বাইরে থেকে প্রার্থী এনেছে।
তবে এই ব্যাপারে প্রার্থী সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন,“আমি চিন,পাকিস্তান থেকে এখানে আসিনি।আমি তমলুকে দীর্ঘ ৩০বছর ধরে ভক্তিগীতি গেয়ে আসেছি।তাই এ ব্যাপারে আমার আর তেমন কিছু বলার নেই।”বুধবার মহিষাদলে প্রায় তিন কিলোমিটার হুডখোলা টোটোয় চড়ে প্রচার করেন প্রার্থী সিদ্ধার্থ নস্কর।
আরও পড়ুনঃ ঘাটালে শাসক দলকে কটাক্ষ বিমানের
এরপর তিনি তমলুকে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন।সেখানে তিনি স্থানীয় বাজারে এলাকার সমর্থকদের নিয়ে প্রচার কর্মসূচি সারেন।সবমিলিয়ে ভোট ময়দানে পিছিয়ে থাকতে চাইছে না কোনো রাজনৈতিক দলই।তবে কে দখল করে তমলুকের সাংসদ আসন সেদিকেই নজর সাধারণ মানুষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584