পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ভোট এগিয়ে আসছে আর ততোই নির্বাচনের পারদ চড়চড় করে বেড়ে চলছে।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকাল থেকে রাত জেলার বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারে ব্যস্ত মানুষের দরবারে গিয়ে নিজেদের দলের কথা বলে প্রচার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
এদের মধ্যে চারটি দল বিশেষ ভাবে সামনে আসছে।কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।বিনা যুদ্ধে এবার কেউ নতি স্বীকার করবে না।এই রায়গঞ্জ লোকসভা নির্বাচনে যারা প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছেন তারা হলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী,বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তথা গত বারের সাংসদ মহম্মদ সেলিম,তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বীতা করছে ইসলামপুর পৌরসভা পৌরপতি কানাইলাল আগারওয়ালা, কংগ্রেস থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি লড়ছেন।
প্রত্যেকেই শহর থেকে গ্রামে আজ রবিবাসরীয় প্রচারকে জমজমাট করে তুললেন কেউ হুড খোলা গাড়িতে কখনো কখনো বা আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করে সব প্রার্থীদের কাছে যান।’বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’ তাই জোর কদমে এখন ভীষণ ব্যস্ত চার দলের প্রার্থীরা।
আরও পড়ুনঃ ঘাসফুলে পদ্ম ফোটাতে তৎপর বিজেপি
ইসলামপুর থেকে চাকুলিয়া গোয়াল পুকুর থেকে করণদিঘি রায়গঞ্জ থেকে হেমতাবাদ শেষে কালিয়াগঞ্জে সর্বত্র এখন কান পাতলেই দেখা যাচ্ছে এই বিশেষ চারটি দলের প্রার্থীদের মধ্যে কাউকে না কাউকে প্রচার করতে।
প্রত্যেক প্রার্থী গ্রাম ও শহরের মানুষদের ভালবাসায় আপ্লুত হয়ে যাচ্ছে প্রত্যেকে জেতার ব্যাপারে নিশ্চিত বলে জানান।তবে জনতার দরবারে কার জয় হবে তা জানতে অপেক্ষা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584