সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া মথুরাপুর লোকসভা।সাতটি বিধানসভায় প্রচার পর্ব এখন তুঙ্গে।চতুর্মুখী লড়ায়ে আদা জল খেয়ে নেমেছে বাম ডান সব পক্ষ।
এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সব পক্ষই।বিরোধীরা একদিকে শাসক দূর্নীতি নিয়ে সরব,অন্যদিকে উন্নয়নকে পাথেয় করে ভোট প্রচারে তৎপর শাসক দল।প্রত্যন্ত গ্রাম গুলিতে প্রচার করতে ঘনঘন আনাগোনা চলছে প্রার্থীদের।
মথুরাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী শরৎ চন্দ্র হালদার।মগরাহাট পশ্চিম বিধানসভার কালিকাপোতা গ্রামপঞ্চায়েতে এলাকায় প্রচারে নামলেন তিনি।শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে সংগ্রামপুর হাট থেকে খাঁপুর পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করেন।ব্যবসায়ী ও সাধারন মানুষের পাশে প্রত্যাশা প্রতিশ্রুতির দরবার করেন তিনি।
উল্লেখ্য,গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের রুপ নিয়েছিল এলাকা।ক্ষমতা তৃনমূল দখল করলেও ভোট দিতে না পারায় ক্ষোভ ছিল সাধারন ভোটারদের মধ্যে।১৯ টা বুথ রয়েছে এই পঞ্চায়েতে।গত লোকসভায় ১৯টি বুথে সিপিএম ১০ টি ,৯ টি বুথ দখলে নেয় তৃনমূল।বর্তমানে ১৯৬০০ ভোটার রয়েছে এই অঞ্চলে।যেখানে স্ত্রী ভোটার ৯২০০ জন পুরুষ ভোটারের সংখ্যা ৯৮০০ জন।ফলে আবারো বাম শিবির ঘুরে দাঁড়াতে মরিয়া এই এলাকায়।
আরও পড়ুনঃ আমরা যাদের তাড়িয়ে দিই,তাদের কোলে তুলে নিয়ে মিটিং করে,ফালাকাটায় নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী
অন্যদিকে দাদপুর গ্রাম পঞ্চায়েতে সন্ত্রাসের শিকার হয়েছিল গ্রামবাসী।সন্ত্রানমুক্ত গ্রাম গড়তে এবার পথে নামলেন কংগ্রেস প্রার্থী কৃর্তিবাস সর্দার।মানুষের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। দাদপুর গ্রামে কংগ্রেস সর্মথকদের নিয়ে প্রচারে নামেন প্রার্থী।কংগ্রেসের প্রার্থীকে দেখে ক্ষোভ তুলে ধরেন সাধারন মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584