রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

আজ বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্যর সমর্থনে প্রচারে বহরমপুরে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ দিলীপ ঘোষ হেলিকপ্টারে করে বহরমপুরে আসেন।সেখান থেকে বহরমপুর লোকসভার শেষপ্রান্ত ফরাসডাঙ্গার মোড় থেকে হুড খোলা গাড়িতে চেপে প্রার্থীকে নিয়ে প্রচারে বেড়িয়ে পড়েন।তিনি হুড খোলা গাড়িতে চেপে ফরাসডাঙ্গা থেকে বহরমপুর শহরের বিভিন্ন প্রান্ত জেলা পার্টি অফিসে এসে তাদের প্রচার শেষ করেন।এদিন প্রচারে ছিল বেশ কিছু গাড়ি এবং শতাধিক টোটো।

সোমবার নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,আরএসএস নির্বাচনী প্রচারে টাকা বিলি করছে। মুখ্যমন্ত্রীর অভিযোগের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আরএসএস রাজনীতি করে না,উনি জানেন।তাই পূর্বে উনি আরএসএসের প্রশংসা করেছিলেন।আজকে ভয় হচ্ছে হেরে যাওয়ার,তাই আরএসএসকে টেনে নিয়ে আসছেন।লড়াইটা শুরুতেই শেষ হয়ে গেছে।প্রথম যুদ্ধে রবিবাবুর কথার সময় বুঝে গেছেন আর ওনারা ময়দানে নাই।মুখে কি বলছে তার কোনো ঠিক ঠিকানা নাই।
সেই সঙ্গে এটাও জানান, মোদিবাবু যে লাল কালো সাদা বাক্স নিয়ে যাচ্ছেন তার রহস্য ভেদ হয়ে যাবে আগামি ২৩ তারিখে।ভোটার কম পরলে অনুপ্রবেশকারী নিয়ে আসতে হয় আর স্টার কম পরলে বাংলাদেশ থেকে আনতে হয় এবার আমরা দেখছি ইমরান খানকে কবে আনছেন।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় নিজের সমস্যা নিয়ে হাজির যুবক
সেই সঙ্গে এটাও বললেন জোট ভোট কোথাও কিছু নাই মোদি আছেন শেষ পর্যন্ত।
পাশাপাশি আরও বলেন “আমরা কাউকে হাওয়া দিচ্ছি না। বিজেপির হাওয়া চারিদিকে চলছে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন। তবে দিলীপ বাবু শেষে বলেন আরএসএসের সঙ্গে কারো যোগাযোগ নেই। বিজেপি,বিজেপি আর আরএসএসেরটা আরএসএসকে জিজ্ঞাসা করুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584