দৈব শক্তিকে হাতিয়ার করেই দিলীপের নির্বাচনী প্রচার

0
32

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

 

Campaign of dilip at keshiyari
নিজস্ব চিত্র

ঝাড়েশ্বরপুর মন্দিরে পুজো দিয়ে দৈবশক্তিকে হাতিয়ার করে ভোট প্রচারে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ।বাঘাস্তি ৫ নং অঞ্চলের ঝাড়েশ্বর মন্দিরে পুজা দিয়ে নারকেল ফাটিয়ে এবং জোড়া সাদা পায়রা উঠিয়ে কেশিয়ারিতে প্রচার শুরু করেন দিলীপ ঘোষ।

Campaign of dilip at keshiyari
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

তারপর সর্ব্বমঙ্গলা মন্দিরে পুজা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন-“তৃণমূলীরা এ.কে.৪৭ ,তরোয়াল নিয়ে মিছিল করতে পারে।বাংলায় অস্ত্র কারখানা গড়ে উঠছে।পুলিশ কিছু করছে না।আমাদের ৪১ জনকে মারা হয়েছে।রাজনৈতিক হিংসার বলি হয়েছে সবাই।”

Campaign of dilip at keshiyari
নিজস্ব চিত্র

মন্দিরে পুজা দিয়ে শক্তি বৃদ্ধি করতে চাইছে বিজেপি।ভোটের দ্বিতীয় দফার ভোট প্রসঙ্গে বলেন- “প্রতিটি বুথে যাতে কেন্দ্রবাহিনী থাকে তার ব্যবস্থা করছি।”

আরও পড়ুনঃ বিধি লঙ্ঘণ করে চলছে নির্বাচনী প্রচার

Campaign of dilip at keshiyari
নিজস্ব চিত্র

পরে কেশিয়ারি থানার কুকাইয়ের কাছে ধামসা মাদলের সাথে আদিবাসী নৃত্যে পা মেলায় দিলীপ ঘোষ।পরে কলাবনীতে রাম পুজাতে মালা পরিয়ে নারকেল ফাটিয়ে কর্মসূচি শেষ করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here