বেলপাহাড়িতে বাম প্রার্থীর সমর্থনে প্রচারে এলেন বৃন্দা কারাট

0
104

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Campaign of leftfront at belpahari
নিজস্ব চিত্র

সিপিএম প্রার্থী দেবলিনা হেমব্রমের সমর্থনে বেলপাহাড়িতে এলেন বৃন্দা কারাট।

Campaign of leftfront at belpahari
সিপিএম নেত্রী বৃন্দা কারাট। নিজস্ব চিত্র

বৃন্দা কারাট বলেন, “বাংলায় মমতার নেতৃত্ব মুখে অনেক বড় কথা বলছেন।কাজের সময় দূনীর্তি করছে। সংবিধানের অধিকার দুর্বল,কেন্দ্রে যেমন মোদী করেছে তেমনই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছে।গত পাঁচ বছরে চ্যালেঞ্জের সাথে বলছি বিজেপি দিল্লিতে বসে আইন-কানুন তৈরি করেছে।

Campaign of leftfront at belpahari
নিজস্ব চিত্র
Campaign of leftfront at belpahari
নিজস্ব চিত্র

এরমধ্যে তিনটি আইন সরাসরি আদিবাসী মানুষের উপর হামলা হয়েছে।আর অন্য আইন-কানুন বড় বড় পুঁজিপতিদের জন্য হয়েছে।আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার।নিজের প্রচার ও বিজ্ঞাপনের জন্য মোদী সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছে।আদিবাসী ছেলে মেয়েদের বছরে দু হাজার সাতশো কোটি টাকা খরচ করেছে।এই মমতার সরকার মোদীর পথে চলছে।মমতার সরকার সবকিছু করতে পারে।দূর্নীতির অফিসারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে পারে।আদিবাসীদের জমিতে মোদী যখন হামলা করছে,সেই সময় একটা চিঠি লিখেনি। কারণ,মোদী যা করেছে,মমতা তা করছে।মোদী মানুষকে বিভাজিত করেছে, মমতাও মানুষকে বিভাজিত করেছে।আমাদের অফিস দখল করেছে,আমাদের আদিবাসী ও কর্মীদের হত্যা করেছে ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে।তৃণমূলের আমলে জঙ্গলে বনজ সম্পদের দাম বাড়েনি।

আরও পড়ুনঃ নেতা মন্ত্রীদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র দাখিল বিজেপি প্রার্থীর

আমরা ল্যাম্পসের মাধ্যমে বনজ সম্পদের দাম দিয়েছি।এখন ঘন্টার পর ঘন্টা জঙ্গলে গিয়ে এক হাজার শালপাতা বিক্রি মাত্র ৯০ টাকা।এজন্য কমপক্ষে ১৫০ টাকা পাওয়া দরকার ছিল।আদিবাসীদের জন্য একমাত্র সিপিএম লড়াই করেছে।”
প্রার্থীর সমর্থনে এদিন ভোট প্রার্থনা করেন বাম নেত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here