শ্যামল রায়,কালনাঃ
বুধবার-সি পি আই এমের মন্তেশ্বর এরিয়া কমিটির উদ্যোগে জামনা পঞ্চায়েতের ঢেউরচাঁদা থেকে পিপলন পর্যন্ত এক বর্ণাঢ্য মিছিল সংগঠিত হয়।এই মিছিলে সিপিএম প্রার্থী ব্যাপক প্রচার অভিযান চালায় বলে খবর।
বর্ধমান – দূর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে এই মিছিলের অগ্রভাগে পা মেলান প্রাক্তন সাংসদ সাইদুল হক,ওসমান গনি সরকার,ধনঞ্জয় সামন্ত,আজফর সেখ প্রমুখ। মিছিলের সাময়িক বিরতি টেনে ভাগড়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন সাইদুল হক।তিনি বলেন, “গোটা দেশ জুড়ে একদিকে যেমন কৃষকের আর্তনাদ,বেকারের বুক ফাটা যন্ত্রণা, অন্যদিকে আদানি-আম্বানিদের বিপুল পরিমাণ কর ছাড় দিয়ে সরকারি সহায়তা প্রদান। নিত্যপ্রয়োজনীয় জিনিস-পত্র,পেট্রোল ডিজেলের দাম সহ প্রতিনিয়ত বাড়ছে কৃষি উপকরণের দাম,কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম মিলছে না।তাই প্রতিদিন দেশের কৃষককে ঋণের হাত থেকে মুক্তি পেতে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে।কৃষকের এই যন্ত্রণা চাপা দিতে মানুষের মধ্যে তীব্র সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে।অন্যদিকে পশ্চিমবঙ্গের স্বৈরাচারী সরকার ও তার দল মানুষের গনতান্ত্রিক অধিকার হনন করছে। রাজ্যে শিল্প নেই,সরকারি শূন্যপদে নিয়োগ নেই। মেলা,খেলার নামে সরকারি অর্থ নয়ছয় করা হচ্ছে।দূর্নীতি শাসক দলের রন্ধ্রে রন্ধ্রে পৌছে গেছে।ফলে মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভকে দমাতে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষকে জোট বাঁধতে হবে।সুনিশ্চিত করতে হবে নিজের ভোট নিজে দেওয়ার।
আরও পড়ুনঃ ভোটের আগে প্রচারে অ্যাক্টিভ ফাউভ
সাধারণ মানুষের কন্ঠস্বর সংসদে পৌঁছাতে বামপ্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করতে হবে তবেই দেশ ও রাজ্যে প্রকৃত পরিবর্তন আসবে।” আজ বামেদের এই প্রচার মিছিলে পা মিলিয়েছেন কর্মী নেতা প্রার্থী সহ সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584