নিটু দেওয়ান,মুর্শিদাবাদঃ

আজ নবগ্রামে মুর্শিদাবাদ জেলার শিক্ষক নেতা ও জঙ্গিপুর লোকসভার সিপিআইএম -এর প্রার্থী জুলফিকার আলি প্রচার সারলেন।প্রশ্ন তবে এবার কী অন্য সমীকরণ? কংগ্রেস প্রার্থী প্রাক্তন রাষ্ট্রপতি ও সাংসদ অভিজিৎ মুখার্জি তাকে নাকি গত বার লোকসভার পর এলাকায় আর দেখা যায়নি।

জনগনের অভিযোগ এমনি।আর তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রচারে বেরোলে প্রশ্ন করছে গ্রামের মানুষ,’পঞ্চায়েত ভোটে তো ভোট দিতে দেননি তাহলে এখন ভোট চায়ছেন কেন?’

অন্য দিকে জুলফিকার আলির প্রচারের হাতিয়ার কৃষকের, শ্রমীকের,খেটে খাওয়া মানুষের কথা সাংসদে এক মাত্র বামপন্থীরায় তুলতে পারে,তাছাড়া সুস্থ রাজনীতি করতে ‘সংসদে আমাকে পাঠান’।
আরও পড়ুনঃ মন্তেশ্বরে বামেদের প্রচার অভিযান

এদিকে জঙ্গিপুর লোকসভায় এবার তৃনমূল কংগ্রেসে জিতবে এমনটাই দাবি তৃনমূল কংগ্রেস সমর্থকদের অন্য দিকে কংগ্রেসের দাবি এবারও অভিজিৎ বাবুই জিতবেন।এখন লড়াই চলবে টক্করে টক্করে শেষ হাসি কে হাসবে সেটা দেখা যাবে ভোটের ফল প্রকাশের পর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584