সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ
বুধবার সকালে নরেন্দ্রপুর এলাকায় প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী মিমি চক্রবর্তী।
প্রথমে গড়িয়া লস্করপুর বটতলা থেকে প্রচার শুরু করেন মিমি;এরপর কালিবাজার ও বোড়াল এলাকায় হুডখোলা গাড়ি করেই মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।
তৃণমূল মনোনীত প্রার্থী মিমি চক্রবর্তী এদিন কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন মূলত রাজপুর সোনারপুর পৌরসভার ৩০,৩১ ও ৩২ নং ওয়ার্ডে।স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।মিমি চক্রবর্তীর গাড়ি থামিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকার বাসিন্দারা।
এদিনের প্রচারে তৃণমূলের মহিলা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।প্রত্যেকের পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি হাতে তৃণমূলের দলীয় পতাকা।এদিনের নির্বাচনে মিমি চক্রবর্তীর সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পুরসভার সিআইসি নজরুল মন্ডল।
আরও পড়ুনঃ বাড়ির মেয়ে মনে করে ভোট দেওয়ার আহ্বান মিমির
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিমি চক্রবর্তী বলেন,নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে।বিশেষ করে মহিলারা এগিয়ে আসছেন। এবারের নির্বাচনে গতবারের তুলনায় ভালো ফল করবে বলেও জানান যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী।এদিন সেলেব্রিটি এই প্রার্থীকে দেখতে মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584