পঞ্চায়েত নির্বাচনের পর ঘুরে দাঁড়াতে জোর প্রচার তৃণমূলের

0
55

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
পঞ্চায়েত থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো শুরু করেছে তৃণমূল।ঝাড়গ্রাম জেলায় পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু এলাকায় ক্ষমতা হারিয়ে ছিল তৃণমূল।তারমধ্যে অন্যতম হলো বিনপুর ২ ব্লকের হাড়দা গ্রাম পঞ্চায়েত।

Campaign of tmc at jhargram
নিজস্ব চিত্র

এই গ্রাম পঞ্চায়েতের সব কটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি।তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি। কিছুদিন আগেই এই হাড়দা গ্রামে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।আজ ওই গ্রামে গিয়ে প্রচার করলেন তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডু।

আরও পড়ুনঃ মহিষাদলে তৃণমূল প্রার্থীর সমর্থনে রাজনৈতিক কর্মীসভার আয়োজন

প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা,জেলা নেতা দুর্গেশ মল্লদেব,জেলা পরিষদের তিন কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত,শুভ্রা মাহাতো,মামনি মুর্মু, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা, সহ-সভাপতি অনুশ্রী কর প্রমুখ।কিছুটা ব্যাকফুটে গেলেও আসন্ন নির্বাচনে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া জোড়া ফুল শিবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here