রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
আগামী সোমবার বর্ধমান-পূর্ব লোকসভা নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিত্রার সমর্থনে শুক্রবার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব।

দেব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধায়ক সৈকত পাঁজা,বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিত্রা সহ অন্যান্য নেতৃবৃন্দ।এদিনের মঞ্চে দেব বলেন যে,মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দেবেন।তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর গ্ৰাম বাংলায় অনেক উন্নয়ন করা হয়েছে।এই জনসভায় তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ টাকা বিলির অভিযোগে ধৃত স্থানীয় বিজেপি নেতা
জনসভাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।ভোট প্রচারে বিরোধীদেরকে পিছনে ফেলে শাসক দলের প্রচার সভা বেড়েই চলেছে।এদিন বর্ধমানেও সেই চিত্র ধরা পড়লো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584