মোয়াজ্জেমের প্রচারে হিরণ পায়েল রণিতা

0
101

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Campaign of tmc candidate at malda
নিজস্ব চিত্র

দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন সমর্থনে বাংলা সিনেমা জগতের অভিনেতা হিরণ, অভিনেত্রী পায়েল,রণিতা রোডশো করেন।

Campaign of tmc candidate at malda
নিজস্ব চিত্র

শনিবার মালদার মানিকচক চন্ডিপুর এলাকা থেকে নুরপুর পর্যন্ত হুটখোলা গাড়ীতে রোডশো করেন তরকারা। তাদের সাথে ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,যুবনেতা প্রসেনজিৎ দাস,সমোদ্বীপ সরকার,যুব ব্লক সভাপতি মুকলেশ্বর রহমান,তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রেজাউল আলি,মহিলা নেত্রী আশোকা চৌধুরী মন্ডল,রাণী মন্ডল সহ তৃণমূল নেতা কর্মীরা রোডশো এ অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ প্রচারে এসে ভুলে না যাওয়ার কথা দিলেন মিমি

টলিউড তারকাদের এক ঝলক পেতে রাস্তা দুই ধারে প্রচুর মানুষের সমাগম হয়।
বিভিন্ন স্টান্ডে সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের জন্য ভোট ভিক্ষা করে সকলে। একটিও ভোট অন্য কোন দলকে না দিয়ে সব ভোট তৃণমূল কংগ্রেস দেওয়ার আবেদন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here