নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
আজ ১৮ই এপ্রিল বালুরঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওর বিনসিরা অঞ্চলে প্রচার চালাচ্ছেন। অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে তিনি বিভিন্ন প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছেন।সীমান্ত লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুরে এনআরসির ভয় দেখিয়ে বিজেপি ভোট করতে চাইছে।
অর্পিতা দেবী তার বিরুদ্ধে আজ সোচ্চার হয়ে বক্তব্য রাখেন।তিনি তার সমর্থনে হওয়া এক প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন,বিজেপি বলছে আবারও কেন্দ্রে বিজেপি এলে এই বাংলায় এনআরসি চালু করবে। কিন্তু যতদিন বাংলায় মমতা ব্যানার্জীর মত নেত্রী আছেন তিনি কখনোই বাংলায় এনআরসি চালু হতে দেবেন না।
তিনি আজ সাধারন মানুষকে সাবধান করে বলেন বলা হচ্ছে বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা তাদের ঠাকুরদা বা বাবার বাংলাদেশের কোন পরিচয় পত্র দেখাতে না পারলে তাদের ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে।ওরা এটা বাঙালিদের সাথে করতে চাইছে কারন ওরা বাঙালার মানুষকে ভয় পায়,ওরা মমতা ব্যানার্জীকে ভয় পায়।কিন্তু মমতা ব্যানার্জী যতদিন আছেন তিনি বাংলায় এনআরসি চালু করতে দেবেন না।
আরও পড়ুনঃ রায়গঞ্জে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তিনি আর বলেন এবার আমরা কেন্দ্রে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে চাই। বালুরঘাট -হিলি রেলপথের মত যত গুলি রেল প্রকল্প ছিল ওরা আটকে রেখে দিয়েছিল। এইবার কেন্দ্রে আমাদের সরকার প্রতিষ্ঠা করে আমরা আমাদের দাবী আদায় করে আনতে পারব এই আশা রাখি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584