নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

এক সময় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বামদুর্গ হিসাবে পরিচিত ছিল।পরিবর্তনের পর ভাঙতে ভাঙতে তারা কোন ঠাসা হয়ে পরে।২০১৯ শের লোকসভা নির্বাচনে সেই গড়বেতাতেই নতুন করে সংগঠন মজমুত করতে মরিয়া হয়ে ওঠে বামেরা।আর সেই লক্ষ্যে বারে বারে একাধিক বৈঠক করে আসছে বাম শিবির।

অন্যদিকে প্রার্থী নির্ধারণের ঠিক পর থেকেই প্রচার করতে শুরু করে বাম সমর্থকরা।মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবলীনা হেমব্রম পদযাত্রার মাধ্যমে ভোট প্রচার শুরু করলেন।এ দিন এই ভোট প্রচারে কয়েক শো কর্মী সমর্থকদের লক্ষ করা যায়।
আরও পড়ুনঃ হুড খোলা জিপে চড়ে মানসের ভোট প্রচার
এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন দীপক দাশগুপ্ত, তাপস সিনহা সহ একাধিক বাম নেতৃত্ব।পুরোনো গৌরব পুনরুদ্ধার করতে বামেদের মরিয়া চেষ্টা থাকবে এই কেন্দ্রে প্রার্থীর জয়লাভের।রাজ্যে প্রচারে শাসক দল যে অনেকটাই এগিয়ে তা মানছেন সবাই,তবে বিনা যুদ্ধে কেউ জায়গা ছাড়বেনা সেটাও কারো অজানা নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584