নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
একা মমতা ২২ টি দল নিয়ে লড়ছেন মোদীর বিরুদ্ধে ,মোদী হারবেই, সরকার পড়বেই।৪২ এ ৪২ পাঠালে ভারতের প্রধানমন্ত্রী প্রথম একজন বাঙালি মহিলা হবেন তিনি মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নারায়ণগড়ে প্রচার মিছিল ও কয়েকটি পথসভা করে এই বার্তাই দিলেন মানস ভুইঁয়া।তিনি এদিন নারায়ণগড়ের মদনমোহনচক, গামা, নারমা, মনিনাথপুর এলাকায় পায়ে হেঁটে মিছিল ও পথসভা করেন মেদিনীপুর কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী।
এখানে তাঁকে বলেন ,”মমতা ব্যানার্জির মধ্যে এক আকর্ষণীয় ভালোবাসার টান রয়েছে যা নেতা,কর্মীদের ঝগড়া,বিতর্ক,রাগ,অভিমান দূরে সরিয়ে সকলকে এক সুতোয় বাঁধতে পারে। সকলকে মনে রাখতে হবে এটা গ্রামসভার ভোট নয়।দেশ গড়ার ভোট।মমতা ব্যানার্জির আদর্শকে প্রতিষ্ঠা করার নির্বাচন।নেতা কর্মীদের তাই ক্ষোভ,দ্বিধা দ্বন্দ ভুলে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।”
বিজেপি যেনতেন প্রকারে চাইছে ভোটের আগে গোলমাল পাকাতে।তাই বিজেপির এই প্ররোচনায় দলের কর্মী সমর্থকদের পা না দেওয়ার নিদান দিয়ে মানস বাবু বলেন, “বিজেপির কটূক্তি,গালাগালি,জোর করে গায়ে পড়ে গোলমাল বাধানো ১২ মে পর্যন্ত মুখ বুজে সহ্য করুন।২৩ মে ওদের জবাব দেবেন।কারন সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ।”
নারায়ণগড়,সবং,পিংলাকে তিনি কখনো আলাদা করে দেখেন না।উন্নয়ন দিয়ে যেমনভাবে সবং কে ভরিয়ে দিয়েছেন তেমনভাবেই নারায়ণগড়কে সাজিয়ে তুলবেন।পাশাপাশি মানস বাবু এও জানিয়ে রাখেন এখানকার কর্মীদের বাদ দিয়ে তিনি কিছু করবেন না।
আরও পড়ুনঃ মানস ভুঁইয়ার প্রচারে দাঁতনে নুসরত
নারায়ণগড়ের মাওয়া,বড়কলঙ্কই ,নারমা গ্রামের অনেকে পেশাগত কাজে ভিনরাজ্যে থাকেন। ভোটের আগে সকলেই যেন গ্রামে ফিরে নিজের ভোট দেন তা নিশ্চিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে দলীয় কর্মীদের অনুরোধ করতে বলেন মানস ভুঁইয়া।এদিনের প্রচার মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগড়ের তৃণমূল নেতা সূর্য অট্ট , মিহির পাহাড়ির মতো নেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584