নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দল থেকে তিন তৃণমূল নেতাকে বহিষ্কারের ঘোষণার পরই রাতারাতি বালুরঘাট শহর ছেয়ে গেল শুভেন্দু অধিকারীর দুর্গা পুজো, শাম্যা পুজো আর ছট পুজোর শুভেচ্ছার ব্যানারে। তাতে শুভেন্দুর ছবি থাকলেও নেই খোদ নেত্রী মমতা ব্যানার্জীর ছবি, নেই দলের প্রতীক ঘাসফুলের ছবি।
যেখানে দলের নেতানেত্রীদের যে কোন ব্যানার ফেস্টুনে তৃণমূল সুপ্রীমোর বড় ছবি থাকাটাই রাজ্যবাসীর পাশাপাশি শহরবাসী এতদিন দেখে এসেছে। দক্ষিণ দিনাজপুর জেলা এতদিন বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, বাচ্চু হাসদাদের শারদ শুভেচ্ছার ব্যানার ফেস্টুনে নেত্রীর বড় ছবিই দেখে এসেছে।
তাই রাতারাতি এই জেলায় শুভেন্দুর শুভেচ্ছা বার্তা ছেয়ে যাওয়া ও তাতে ঘাসফুলের ছবি না থাকা দেখে অনেকেই যেমন হতবাক তেমনি একে ঘিরে খোদ শাসক দল ও বিরোধী দলের মধ্যে উসকে দিয়েছে নানান জল্পনা ও গুঞ্জন। যদিও জেলা তৃণমূলের কোন নেতৃত্বই এখনও এব্যাপারে কোন মন্তব্য করতে নারাজ।
আরও পড়ুনঃ পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সতর্ক থাকুন! বাড়ি ফিরে জানালেন দিলীপ ঘোষ
বিরোধীদলের একাংশের মতে তৃণমূল ভেঙ্গে নতুন দল গড়তে চলেছেন শুভেন্দু। ব্যানার ও ফেস্টুনে নেত্রীর ছবি ও দলের প্রতীক না থাকা এটা তার ইঙ্গিত। যদিও রাতারাতি ছেয়ে যাওয়া এই সব ব্যানার ফেস্টুনে লেখা রয়েছে শুভেন্দু অধিকারীর অনুগামীদের সৌজন্যে।
কিন্তু জেলাবাসী এতদিন তৃণমূলে বিপ্লব ও অর্পিতা অনুগামীদের দেখলেও শুভেন্দু অধিকারীর যে অনুগামীও জেলাতে রয়েছে তা তাদের জানা ছিলনা। রবিবার তিন নেতাকে বহিষ্কারের ঘোষণার পরের দিন ভোরের আলো ফোটার পর তা প্রথম জানতে পারা যায়।
আরও পড়ুনঃ রাজ্যে উর্ধ্বগামী করোনা, অ্যাম্বুল্যান্স- হাসপাতালের বেডের পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর
এদিকে হাতে আর কয়েকটা মাস। তার পরই বিধানসভা নির্বাচন। আর ভোট যত এগোচ্ছে ততই জোর পাচ্ছে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা। বিভিন্ন সময় ভাসছে বিভিন্ন খবর। তাতে মাঝেমাঝেই ইন্ধন দিচ্ছেন বিজেপি নেতারা। উলটো দিকে সাবধানী তৃণমূল। ওদিকে সুকৌশলে দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন শুভেন্দু। তাই নিয়ে চলছে নানান জল্পনা।
অপরদিকে শুভেন্দু অধিকারীর জেলার অনুগামী ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তৃণমূল ছেড়ে বেরিয়ে এসে নতুন দল গড়তে চান শুভেন্দু। সেই দল গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চান তিনি। তারপর মুখোমুখি লড়াই করতে চান তৃণমূলের সঙ্গে। সেক্ষেত্রে বিজেপির সঙ্গে জোট করতে পারেন তিনি।
আরও পড়ুনঃ জামবনিতে মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে উত্তেজনা
জেলার রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই মুহূর্তে সেই পর্ব চলছে শুভেন্দুর। একদিকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি, অন্যদিকে নিজের দল গঠনের প্রস্তুতি। যা নিয়ে চরম তৎপর শুভেন্দুর অনুগামীরা।
অন্যদিকে ২০২১-সালের নির্বাচনের আগে শুভেন্দুকে দলে পেতে মরিয়া বিজেপি। নন্দীগ্রাম আন্দোলনের নায়ক, মেদিনীপুরের বেতাজ বাদশা শুভেন্দুকে দলে টানতে পাড়লে তৃণমূল যে ছারখার হয়ে যাবে তা অস্বীকার করতে পারবেন না শাসক দলের নেতারাও। আর আজ না-হোক কাল, শুভেন্দুকে তৃণমূল ছাড়তেই হবে। কারণ তিনিও বিলক্ষণ বুঝেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি গুরুত্ব তাকে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও এবিষয়ে শুভেন্দু অধিকারীকে মুখ খুলতে দেখা যায়নি। একাধিক দলীয় ও সরকারি অনুষ্ঠানে গরহাজির ছিলেন তিনি। যার জেরে দলের তরফে তাকে চিঠি পাঠানো হয়েছে। তাতেও কিন্তু সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে তার দেখা মেলা ভার।যদিও তাকে সম্প্রতি জঙ্গল মহলে একটি সভা করতেই দেখা গেছে তবে তা নিয়েও খোদ কালিঘাটের নেতা মন্ত্রীদের মনে অনেক প্রশ্নের জন্ম নিয়েছে বলে দলের সূত্র মারফৎ জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584