নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নতুন কৃষি আইনের প্রতিবাদে উত্তাল দিল্লি সীমানা। আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে বর্বরোচিত আচরণের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে ‘উদ্বেগজনক পরিস্থিতি’ বলে মন্তব্য করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিক্ষোভরত কৃষকদের উদ্দেশ্যে সংহতিও জানান তিনি।
কানাডিয়ান-পাঞ্জাবিদের এক অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারত থেকে কৃষক বিদ্রোহের যে খবর পাওয়া যাচ্ছে প্রথমেই তার উল্লেখ করা প্রয়োজন। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, “ দাবি আদায়ে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে রয়েছে কানাডা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে রয়েছে কানাডা। তিনি বলেন, “ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এই সময় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।“
আরও পড়ুনঃ বিজ্ঞান ভবনে সরকারের সাথে আলোচনায় কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ
কৃষক বিদ্রোহে উত্তাল রাজধানী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন রাজ্য থেকে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরাও রয়েছেন সেখানে। কৃষক বিদ্রোহের সমাধানের উদ্দেশ্যে আজই বিক্ষোভরত কৃষকদের আলোচনায় আহবান জানিয়েছে মোদী সরকার।
আরও পড়ুনঃ কোভিড রোগীর বাড়িতে পোস্টার সাঁটানো অস্পৃশ্যতাকে ইন্ধন দেওয়া, কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
কৃষকদের বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিৎ সিং সজ্জনও। তিনি টুইটে বলেছেন, ভারতে হিংসাত্মকভাবে শান্তিপূর্ণ কৃষক আন্দোলনকে দমন করার চেষ্টা চলছে। স্বাস্থকর গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদ সর্বদা গ্রহণযোগ্য।
তিনি লিখেছেন যে, তাঁর বহু চেনা-পরিচিত সেখানে রয়েছে। আন্দোলনকারী কৃষকদের পরিবার সুরক্ষা নিয়ে তিনিও চিন্তিত। কর্তৃপক্ষের কাছে কৃষকদের মৌলিক আধিকার মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন তিনিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584