ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
বারানসী থেকে মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়া তেজবাহাদুর যাদবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে তেজ বাহাদুর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এমনটাই খবর সূত্রের।
এদিকে আগামী ১৯ শে মে বারাণসীতে ভোট গ্রহণ পর্ব শুরু হবে।
SP's Akhilesh Yadav on Varanasi candidate's nomination rejected: When they are asking for votes in the name of nationalism, they should have faced a soldier. People who dismissed him from his job because he complained about food, how can those people be called real patriots? pic.twitter.com/essvzB27gZ
— ANI UP (@ANINewsUP) May 1, 2019
তেজ বাহাদুর যাদব দুবার তার মনোনয়নপত্র প্রকাশ করেছিলেন।প্রথমবার প্রার্থী হবার সময় তেজ বাহাদুর যাদব তার মনোনয়ন পত্রে লিখেছিলেন বিএসএফ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। দ্বিতীয়বার সমাজবাদী পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি মনোনয়নপত্র বিএসএফ থেকে বিতাড়িত হওয়ার ব্যাপারটি উল্লেখ করেননি।এরপর নোটিশ দিয়ে তার কাছ থেকে বিএসএফ থেকে বিতাড়িত হওয়ার কারন জানতে চেয়ে বিএসএফ থেকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট দাখিলের নির্দেশ দেওয়া হয়।
সূত্রের খবর,তেজ বাহাদুর এসমস্ত একাধিক কারণে তেজ বাহাদুর যাদবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।তেজ বাহাদুরের অভিযোগ,”আমার মনোনয়ন ভুলভাবে বাতিল করা হয়েছে। আমায় গতকাল সন্ধে ৬টা ১৫-য় নথি জমা দিতে বলা হয়েছিল,আমরা নথি জমাও দিয়েছিলাম।তা সত্ত্বেও আমার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে।আমরা সুপ্রিম কোর্টে যাব।”
উল্লেখ্য এর আগেও রতন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব অভিযোগ তোলেন তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিতে বিজেপি বাধা দিচ্ছে তিনি মন্তব্য করেন,”দেশের নকল চৌকিদার আসল চৌকিদারকে ভয় পেয়েছে, তাই আমাকে ভোটে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।”
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে টুইটারে জানিয়েছেন,”ইতিহাসে এরকম কমই ঘটবে যখন দেশের একজন জওয়ান সে দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে বাধ্য হবেন,কিন্তু এই প্রথমবার এমন ঘটল যে একজন প্রধানমন্ত্রী একজন জওয়ানকে এত ভয় পেলেন যে তাঁর মনোনয়ন টেকনিক্যাল কারণে বাতিল হয়ে গেল।মোদীজি,আপনি খুবই দুর্বল।দেশের জওয়ান জিতে গিয়েছেন।”
উল্লেখ্য ২০১৭ সালে সেনা জওয়ানদের উন্নত মানের খাবার দেওয়া নিয়ে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছিলেন তৎকালীন সময়ে বিএসএফ এ কর্মরত এই তেজ বাহাদুর যাদব।তার অভিযোগ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কেন্দ্র সরকারের দিকে আঙ্গুল তুলেছিল সাধারণ মানুষ।এরপর হঠাৎই তেজ বাহাদুর যাদবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
আরও পড়ুনঃ ধর্ষণ মামলায় আশারাম পুত্র নারায়ণের যাবজ্জীবন
আর সেই প্রতিবাদী তেজ বাহাদুর যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে বারানসী থেকে প্রার্থী হবার উদ্দেশ্যে মনোনিবেশ করেছিলেন।কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আপাতত ভোটে দাঁড়ানো নিয়ে তার ভবিষ্যৎ অনিশ্চিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584