নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ইউরোপীয় ইউনিয়নের সাংসদ সদস্যদের ২৩ জনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইতিমধ্যে তারা শ্রীনগর বিমানবন্দরে এসেও পৌঁছেছে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর সেখানকার পরিস্থিতি খুঁটিয়ে দেখতেই এই ইউরোপীয় দলের কাশ্মীর আসা। অগষ্ট ৫, জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে, জনগণের থেকে বিশেষ সুবিধা বাতিল করার পর কোনও আন্তর্জাতিক প্রতিনিধি দল প্রথম কাশ্মীর সফরে আসছে।
জাতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় পার্লামেন্ট এর সদস্য নাথান গিল বলেন, “ বিদেশ প্রতিনিধি হিসেবে জম্মু-কাশ্মীরে যাওয়া, এবং সেখানে কী হচ্ছে নিজে থেকে দেখা- এটা আমাদের কাছে খুব ভাল সুযোগ।”
The delegation of European Union (EU) MPs arrive at Srinagar, Jammu and Kashmir. pic.twitter.com/0AAh8EVsVD
— ANI (@ANI) October 29, 2019
প্রধানমন্ত্রী ইউরোপীয় ডেলিগেটদের জানান, দেশে শান্তি বজায় রাখার জন্যই জম্মু-কাশ্মীরে প্রয়োজনীয় বদলগুলি আনা হয়েছে। শুধু তাই নয়, দেশ থেকে আতঙ্কবাদ পুরোপুরি মুছে ফেলার জন্য এই প্রচেষ্টা। পাকিস্তানের নাম উচ্চারণ না করলেও প্রধানমন্ত্রী জানান, কোনও রকমের সন্ত্রাসবাদকে আর বরদাস্ত করা যাবে না এবং চটজলদি অ্যাকশন নিতে হবে। ইউরোপীয় দলের সদস্যদের অভ্যর্থনা জানিয়ে, প্রধানঅমন্ত্রী জানান, আশা করা যায়, তাঁদের ভারত সফরের পাশাপাশি জম্মু-কাশ্মীর সফরও সার্থক হবে।
Prime Minister Narendra Modi to European Parliament members: Urgent action must be taken against all those who support or sponsor terrorists or support such activities and organizations or use terrorism as a state policy.There should be zero tolerance for terrorism. pic.twitter.com/wbZo3AmwyO
— ANI (@ANI) October 28, 2019
আরও পড়ুনঃ সোপোরে জঙ্গীদের গ্রেনেড হামলা, আহত ১৫
তবে এর মধ্যে গতকাল বারমুল্লা জেলার সোপোরে একটি ভয়াবহ জঙ্গী গ্রেনেড হামলায় ১৫ জন সাধারণ মানুষ আহত হয়েছে। এরকম পরিস্থিতিতে অন্যদিকে সেই ইউরোপীয় দলের সদস্যরা প্রধানমন্ত্রী ও জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাত করেছেন দিল্লির লোক কল্যাণ মার্গে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584