শিলিগুড়িতে রাহুলের সভা বাতিল,প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

0
68

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Cancelled congress meeting at shiligudi
ছবিঃ টুইটার

শেষ পর্যন্ত শিলিগুড়িতে বাতিল হয়ে গেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নির্বাচনী জনসভা।যদিও প্রশাসনের অসহযোগীতার জন্যই রাহুল গান্ধীর সভা বাতিল বলে দাবি দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি তথা দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের।

Cancelled congress meeting at shiligudi
শংকর মালাকার। নিজস্ব চিত্র

রবিবার শিলিগুড়ির দাগাপুর নির্বাচনী জনসভা করার কথা ছিল রাহুল গান্ধীর কিন্তু শেষ পর্যন্ত সভার জন্য রাহুল গান্ধীর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি জেলা প্রশাসন।যদিও হেলিকপ্টার নামার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠ চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল জেলা কংগ্রেস।তবে গত ৭ এপ্রিল আবেদন করা হলেও সভার ঠিক দু’দিন আগে অনুমতি বাতিল করে দেয় পুলিশ।এই বিষয়ে শংকর মালাকার অভিযোগ করে বলেন যে “জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত প্রমাণ করে তৃণমূল কংগ্রেসকে এখন ভয় পাচ্ছে।এর জন্য বিরোধী দলের বিরুদ্ধে সস্তা ও অসাংবিধানিক পদক্ষেপ নিচ্ছে।”

Cancelled congress meeting at shiligudi
ছবিঃ টুইটার

এমনকি এদিন কার্শিয়াংয়ে কংগ্রেসের হয়ে প্রচার করার কথা ছিল অভিনেত্রী নাগমার।সেই সভারও অনুমতি দেয়নি প্রশাসন।

আরও পড়ুনঃ তৃণমূলের লোগো দেওয়া শাড়ি পরেই দেওয়াল লিখন মহিলাদের

বারবার এমন অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে।হেভিওয়েট নেতাদের হেলিকপ্টার নামা থেকে সভার মাঠের অনুমতি না দেওয়া।গণতান্ত্রিক দেশে নির্বাচনী প্রচারের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here