সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার দেউলী গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই ৬০ বৎসর বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন অর্থাৎ প্রায় দুইবছর ধরে মারাত্মক রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার চিকিৎসাও চলছিল ৷ বুকে তার পেসমেকারও বসানো ছিল। পেশায় কৃষক নেপাল খাড়া দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত হওয়ায় শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন৷
আরও পড়ুনঃ খড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ক্রমাগত শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ রাতে তিনি বাড়ির বারান্দায় গামছার ফাঁস লাগিয়ে দেন। পরিবারের লোকজন প্রথমাবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন ৷ স্থানীয় মানুষজন সহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
পাশাপাশি তার দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে৷ সত্যিই কি তার শারীরিক অসুস্থতার কারণই ছিল আত্মঘাতী হওয়ার পিছনে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584