২০২৫ –এ দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছাড়াবে ১৫ লক্ষঃ আইসিএমআর

0
36

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনাভাইরাসের কবলে গোটা পৃথিবী। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর মধ্যে আরও এক মারণব্যাধি নিয়ে নতুন রিপোর্ট প্রকাশ করলো আইসিএমআর। আর তাতেই উদ্বেগ বেড়েছে ভারতের। কলকাতায় প্রতি ১০ জন পুরুষের মধ্যে একজনের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Cancer patient | newsfront.co
প্রতীকী চিত্র

মহিলাদের ক্ষেত্রে প্রতি ১১ জনের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত হতে পারেন। তামাকজাত দ্রব্য ব্যবহার ও লাইফ স্টাইলের কারণেই দ্রুত হারে দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে রিপোর্ট দিল আইসিএমআর। এছাড়া স্তন, সার্ভিক্স, প্রস্টেট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্যান্সারের কারণেও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুনঃ একদিনেই করোনা সংক্রমণ ৭০ হাজার ছুঁইছুঁই

এই হারে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আগামী পাঁচ বছরে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়বে প্রায় ১২ শতাংশ। গোটা দেশে এখন ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৯২ হাজারের কিছু বেশি। আগামী ২০২৫ সালে তা ১৫ লক্ষ ৬৯ হাজার ছাড়াবে বলেই ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

‘ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম ২০২০’ শীর্ষক আইসিএমআরের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর অত্যন্ত চিন্তায় রয়েছে কেন্দ্র। তাই ধূমপান সংক্রান্ত বিপদের পাশাপাশি ক্যান্সারের বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার উপর জোর দেওয়া হবে বলেই আপাতত ঠিক হয়েছে। গোটা দেশের মধ্যে উত্তর-পূর্ব ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে গড়ে প্রতি চারজনের মধ্যে একজন পুরুষের এবং প্রতি পাঁচজনের মধ্যে একজন মহিলার ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে গুলির লড়াইয়ে লস্কর কমান্ডার সহ খতম দুই জঙ্গি

আইসিএমআরের রিপোর্ট বলছে, ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করে ধূমপান। গোটা দেশে যে পরিমাণ ক্যান্সার রোগী রয়েছে, তার ২৭.১ শতাংশ ক্ষেত্রে প্রধান কারণ ধূমপান সহ তামাকজাত দ্রব্য ব্যবহার। কলকাতায় শুধুমাত্র ধূমপান সহ তামাকজাত দ্রব্য ব্যবহারে ৪৬.৭ শতাংশ পুরুষ এবং ১৫.৪ শতাংশ মহিলা এই রোগে আক্রান্ত।

রিপোর্টে জানা গিয়েছে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের হারই বেশি(১৪.৮ শতাংশ)। সার্ভিক্স ক্যান্সার ৫.৪ শতাংশ। তবে পুরুষ ও মহিলা, উভয় ক্ষেত্রেই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ক্যান্সার গোটা দেশের ১৯.৭ শতাংশ বলেই সমীক্ষায় দেখা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here