সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
প্রাচীন শিবমন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি ও কংগ্রেস প্রার্থী।সোমবার সকালে মন্দির বাজারের শিবমন্দিরে পূজা দিয়ে মন্দির বাজার বাজারে ব্যবসায়ী ও সাধারন মানুষের কাছে যান বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার।শতাধিক বিজেপি সর্মথকদের নিয়ে মন্দিরবাজার লক্ষ্মিকান্তপুর রাস্তায় প্রচার সারেন।
এই লোকসভায় মোট ভোটার ১৬ লক্ষ ৪৯ হাজার ৯৫৩ জন।তার মধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ৫১হাজার ৩৭৬জন এবং স্ত্রী ভোটার রয়েছে ৭লক্ষ ৯৮ হাজার ৫৪৯ জন।এই কেন্দ্রে বুথ সংখ্যা ১৮৭২টি,পোলিং ১৮৪৮ টি।সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া মানুষের জীবিকা চাষ আবাদ ।শিক্ষার মান প্রায় ৮৫ শতাংশ।আজও অভাব অনটনে দিন কাটাতে হয় বেশির ভাগ মানুষকে। কোথাও রাস্তাঘাটের সমস্যা,কোথাও বা ফেরিঘাট নিয়ে অভিযোগ।কেউবা সরকারী ঘর নিয়ে স্বজন পোষনের আঙুল তুলেছেন।মথুরাপুর লোকসভায় আজও অনেক মানুষ অভাবের তারনায় দিন যাপন করেন।ভোটের পর এই সব মানুষের সমস্যার সমাধান হবে কিনা এর উত্তর নেই।
অন্যদিকে কংগ্রেস প্রার্থী কৃর্তিবাস সরদার বিজেপির মতো মন্দিরবাজার শিবমন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেন।পরে শতাধিক কংগ্রেস কর্মীদের নিয়ে মন্দিরবাজার হাট চত্বর সহ বিভিন্ন এলাকায় পরির্দশন করে।চতুর্মুখী লড়ায়ে মূল লড়াই তৃনমূলের সঙ্গে হবে বলে দাবি রাজনৈতিক মহলের।তৃনমূল প্রার্থী দুবারের সাংসদ চৌধুরী মোহন জাটুয়াকে মূল লড়ায়ে রাখলেও, সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া এলাকায় অনুন্নয়ন দূর্নীতিকে ইস্যু করে পথে নেমেছে দুই শিবির। সুন্দরবনের মানুষদের না হওয়া কাজ করে দিতে এবারে জেতার পর থাকছে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার।একদিকে ভাঙা বাঁধ ।
আরও পড়ুনঃ মনোনয়ন পত্র জমা দিয়ে উন্নয়নের বার্তা কংগ্রেস তৃণমূল উভয় দলের
অন্যদিকে মুড়ি গঙ্গার উপর কাকদ্বীপ থেকে সাগরদ্বীপের ব্রীজ থাকছে মূল ইস্যু।এছাড়া সুন্দরবনে মানুষদের পাশে দাঁড়ানোর আর্জি।সব মিলিয়ে প্রচারে ইস্যুর অভাব যেমন নেই,নিজেদের দিকে ভোট ভারী করতে যথেষ্ট প্রচারেরও অন্ত নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584