মনিরুল হক, কোচবিহারঃ
আবগারি দফতর এবং মাথাভাঙা থানার পুলিশের যৌথ উদ্যোগে আনুমানিক প্রায় ৫০ বিঘা অবৈধ গাঁজা চাষ ধ্বংস করা হল এদিন। এদিন মাথাভাঙা ২ নং ব্লকের নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের চড়ে আনুমানিক প্রায় ৫০ বিঘা গাঁজা চাষ ধ্বংস করা হয়।
জানা গেছে, এই অভিযানে নেতৃত্ব দেন আবগারি দফতরের ডেপুটি কালেক্টর প্রবীর কুমার সাহা, মাথাভাঙার মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, মাথাভাঙা থানার আইসি তপন পাল, মাথাভাঙার আবগারি আইসি দিলীপ কুমার বর্মন, নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি অজয় রায় প্রমুখ।এদিন সকাল সকাল পুলিশ, আবগারি দফতরের কর্মীসহ আধিকারিকরা গাঁজা গাছ ধ্বংস করতে নামেন।
আরও পড়ুনঃ কোভিড রোধে গঙ্গাসাগর মেলায় বাড়তি ব্যবস্থা প্রশাসনের
এই অভিযানে কোনরূপ যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মাথাভাঙ্গা থানার আইসি তপন পালের নেতৃত্বে প্রচুর পুলিশ বাহিনী উপস্থিত থাকতে লক্ষ করা গেছে। গাঁজা গাছ ধ্বংস করবার সময় ট্রাক্টর কেউ কাজে লাগাতে দেখা গেছে। এই সময় গাঁজা চাষ করার জমি লাগোয়া স্থান গুলোতে কোন মানুষের উপস্থিতি লক্ষ করা যায়নি।
আরও পড়ুনঃ রাস্তা ঘিরে অবস্থান বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী চত্ত্বর
স্থানীয় পুলিশ জানিয়েছেন, আবগারি দফতরের অভিযান বড় সাফল্য বলে মনে করছে সাধারণ মানুষ। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতর ও পুলিশ যৌথ উদ্যোগে এই অভিযানে নামেন বলে জানা গেছে।
আবগারি দফতরের ডেপুটি এক্সেস কালেক্টর প্রবীর কুমার সাহা এবং মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল সাংবাদিকদের জানান, ‘মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা ধারাবাহিক উদ্যোগ, এটা চলতেই থাকবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584