মনিরুল হক, কোচবিহারঃ
ফের ট্র্যাক্টর দিয়ে প্রায় ৩০ বিঘা জমির অবৈধ গাঁজা চাষ নিধন করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে কোচবিহারের ফলিমারি এলাকায় ওই গাঁজার চাষ নষ্ট করা হয়। এদিন ওই গাঁজা চাষ নষ্ট করার অভিযানে সামিল হন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
জানা গেছে, বেশ কয়েকদিন আগে ওই চান্দামারি, মকপল্ ফলিমারি এলাকায় কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েক বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করে দেয়। সেই সূত্র ধরেই ফলিমারি এলাকায় কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায়। অভিযান চালানোর সময় প্রকৃত জমির মালিকরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে । যদিও ওই অভিযান চালানোর সময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিন এবিষয়ে কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায় জানান, অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানা। ফলিমারি এলাকার প্রচুর জমিতে অবৈধভাবে গাঁজা চাষ হচ্ছে। সেই সমস্ত এলাকা চিহ্নিত করে ওই জমির গাঁজা গাছগুলিকে কেটে তা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ পূর্বস্থলীতে মোবাইল চুরির ঘটনায় পাকড়াও দুই মহিলা
যার ফলে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার এই অভিযান চলায় কার্যত গাঁজা পাচারকারীরা সমস্যায় পড়েছে বলে দাবি করছে কোচবিহার পুলিশ। গাঁজা পাচার বন্ধ করতে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।দুর্গাপুজোর পর থেকেই রীতিমত বিপুল পরিমাণেই গাঁজা উদ্ধার করে চলছিল কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584