নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
বুধবার সকালে ক্যানিং থানা এলাকার দাঁড়িয়া পঞ্চায়েতের ঠাকুরানীবেড়িয়া গ্রামে একটি বাঁশবাগান থেকে উদ্ধার হয় স্থানীয় এক গৃহবধূর মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সত্যভায়া মন্ডল (আধারকার্ড অনুযায়ী) , বছর চৌত্রিশের ওই গৃহবধূ এলাকায় জয়ন্তী নামেই পরিচিত ছিলেন । স্বামীর নাম সমীর মন্ডল। সমীর মাছের ব্যবসা করেন ও দীর্ঘদিন যাবৎ জয়ন্তী কলকাতায় পরিচারিকার কাজ করতেন বলে জানা যায়। প্রতিদিন ভোর চারটে নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেন জয়ন্তী। এদিনও একই সময় বাড়ি থেকে বেরোন তিনি। পরে বেলায় সাড়ে ১০ টা নাগাদ তাঁর ছেলে বাঁশবাগানে কঞ্চি কাটতে গিয়ে মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পাওয়া মাত্র ক্যানিং থানার আইসি শ্রী সৌগত ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানা গিয়েছে।
পরিবারের তরফে অভিযোগ, জয়ন্তী মন্ডলকে খুন করা হয়েছে তবে খুনের পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে সেবিষয়ে তাঁরা কিছু বলতে পারেননি। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃতার মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গিয়েছে।
এই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে অভাবনীয় সাফল্য ক্যানিং থানার পুলিশ কর্মীদের। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই বৈদ্যুতিন মাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে হোমরা, জীবনতলা থেকে রুল আমিন গাজী নামে এক যুবককে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584