নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এসএসকেএম হাসপাতালে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর শনিবার গভীর রাতে মৃত্যু হয়েছে ক্যানিং-এ গুলিবিদ্ধ তৃণমূল নেতার। গেরুয়া শিবিরের দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরে খুন হয়েছেন তৃণমূল নেতা মহরম শেখ। অন্যদিকে, তৃণমূল দাবি করেছে, ঘটনায় হাত রয়েছে বিজেপির।
শনিবার সন্ধেয় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন ক্যানিং ১ নম্বর ব্লকের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব সভাপতি মহরম শেখ। তখনই ক্যানিং থানার সাতমুখী এলাকায় রাস্তায় ওপরেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা, এমনটাই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিছুক্ষণ চিকিৎসার রাত ২টো নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ দত্তকের নামে শিশু পাচার, আটক হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ
শনিবার রাত থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন ক্যানিং থানার পুলিশকর্মীরা। এই ঘটনায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ক্যানিংয়ে তৃণমূল ছাড়া বিরোধী আর কেউ আছে কি? পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি চলছে। কাটমানি নিয়ে গণ্ডগোলের জেরেই খুন হতে হয়েছে মহরম শেখকে। এছাড়া আর কিছুই নয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584