ষড়যন্ত্রের শিকার গগৈ, সর্বোচ্চ আদালতের নির্দেশ স্বস্তিতে রাজসভার সাংসদ

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহ কাণ্ডে স্বতঃপ্রণোদিত ফৌজদারি মামলায় তদন্ত বন্ধের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি শীর্ষ আদালতের অভিযোগ, এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে। গগৈয়ের বিরুদ্ধে নতুন করে আর কোনও তদন্ত হবে না। কার্যত স্বস্তিতে রাজ্যসভার সাংসদ।

Ranjan Gogoi | newsfront.co
রঞ্জন গগৈ। ফাইল চিত্র

২০১৯ সালে শীর্ষ আদালত যৌন নিগ্রহের অভিযোগে গগৈয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তদন্তের নির্দেশ দেয়। এদিন বিচারপতি সঞ্জয় কিষাণ জানিয়েছেন, দুবছর অতিক্রান্ত, এই মামলায় বৈদ্যুতিন প্রমাণ খুঁজে বের করা দুষ্কর। পুরনো প্রমাণ যেমন, হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। তাই এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়া নিরর্থক।

আরও পড়ুনঃ টাইম ১০০ নেক্সট তালিকায় আজাদ

২০১৪ সালের মে মাসে অভিযোগকারিনী সুপ্রিমকোর্টে কাজে যোগ দেন। তারপর চার বছর পর তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বাড়ির অফিসে কাজ করার সময় যৌন নিগ্রহের অভিযোগ তোলেন তিনি। সেই অভিযোগের পিছনে কোনও ষড়যন্ত্র ছিল কি না তা খতিয়ে দেখে বিচারপতি এ কে পট্টনায়েকের নেতৃত্বাধীন কমিটি। শীর্ষ আদালতের নির্দেশেই গঠিত হয় এই কমিটি। কমিটির রিপোর্টের ভিত্তিতেই এদিন এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

আরও পড়ুনঃ দেশে একশো পার লিটার প্রতি পেট্রোল

কমিটির রিপোর্টে বলা হয়েছে, আসামে এনআরসি নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ। এই অবস্থানের জন্য রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। তাঁকে কালিমালিপ্ত করার জন্যই এই ষড়যন্ত্র হয়েছিল বলে অভিমত সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত কমিটির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here