নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কোভিডে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র। আর্থিক সহায়তার এই আইন কেবল প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই প্রযোজ্য, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, কোভিডে মৃতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সাহায্য করা সম্ভব নয়, সেই সামর্থ্য নেই সরকারের। আর তাছাড়া কোভিডে মৃতদের পরিবারকে অর্থসাহায্য দিলে অন্যান্য বিভিন্ন রোগে মৃতদের ক্ষেত্রে না দেওয়া হলে তা অন্যায় করা হবে।
আরও পড়ুনঃ ২০ লক্ষে কিনে রাম মন্দিরকে ২.৫ কোটিতে জমি বিক্রি, অভিযুক্ত অযোধ্যার বিজেপি মেয়রের ভাইপো
উল্লেখ্য, কোভিডে মৃতদের পরিবারকে কেন্দ্রীয় আর্থিক সহায়তার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তারপর সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করে কেন্দ্র।
১৮৩ পাতার হলফনামায় কেন্দ্র জানায়, দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের। তাছাড়া বিপর্যয় মোকাবিলা আইনের প্রসঙ্গ তুলে কেন্দ্র জানায়, ক্ষতিপূরণ শুধুমাত্র বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য। অতিমারির ক্ষেত্রে এই আইনের প্রয়োগ সম্ভব নয়।
আরও পড়ুনঃ ১ জুলাই থেকে খুলতে চলেছে তেলেঙ্গানার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান
হলফনামায় কেন্দ্র এও উল্লেখ্য করেছে যে, মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোতে ব্যয় বৃদ্ধির ফলে রাজ্যগুলি একপ্রকার বিধ্বস্ত। এই আর্থিক ধাক্কা সামলে লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
প্রসঙ্গত, গত ৮১ দিনে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। কমেছে মৃত্যুও, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থাবায় মৃত্যু হয়েছে ১হাজার ৫৭৬ জনের। করোনামুক্ত হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ জন। সারা দেশে টিকাকরণ হয়েছে ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩ হাজার ৫৭২ জনের। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584